কলম বন্ধু নেইতো থেমে
চলবেই সে চলবে,
সহসা ঐ রক্ত ঘামে
সত্যই সদা বলবে।।
মিথ্যার অন্তরালে নয়
সদা সত্য সামনে,
এগিয়ে যাবে ভেঙে ভয়
কিশোর কাব্য গানে।।
অন্যায় যত করে নত
পদতলে পিষে,
রবে শুধু লেখায় রত
সাহসিকতায় মিশে।।
সব তরুনের সে হাতে
লিখবে বিজয় বার্তা,
হাতে হাত রেখে সাথে
বলবে সত্য কথা।।
মাথা উচুঁ নয় নিচু
রবে সদা অটুট,
করবেই একটা কিছু
পড়বে বীরের মুকুট।।