জীবনের খাতাটা
বেদনার কালিটা,
ফুরিয়ে গেছে সব-
অর্থের চাবিটা
সুখের কাঠিটা,
করছেনা কলরব।।
স্বপ্নের স্মৃতিটা
সকল আশাটা,
ভেঙ্গে চুরমার-
চোখের পানিটা
বেদনার নীলটা,
ফিরেছে আবার।।
বিছানার বালিশটা
শরীরের চাদরটা,
ভিজে চুপচুপ-
বিধাতার খেলাটা
নিয়মের বেড়াটা,
দেখি কত রুপ।।
সকালের রোদটা
বিকেলের আলোটা,
লাগে অন্ধকার-
সময়ের ঘড়িটা
রাগের আড়িটা,
করি সংস্কার।।
তবুও চাওয়াটা
বাড়িয়ে ভিটা,
দেখে কত স্বপ্ন-
রুপের বাহারটা
দুনিয়ার মায়াটা,
হয়ে যায় ভগ্ন।।