তপ্ত বজ্র গর্জনে মোর
রিদয় উঠিছে কাঁপি,
স্বাধীনতার ঐ রাঙা ভোর
আনিতে শত্রু মাঝে ঝাঁপি॥
রক্ত শিরায় প্রতি কণিকায়
বিদ্রোহের দ্রোহ জ্বলে,
অতৃপ্ত হিংস্র বিজয় নেশায়
মন টানে প্রলয় বলে॥
চিৎকারে প্রতিবাদের মিছিল
ওঠে সমস্বরে বাজি,
এ কোন আবেগের মিল
যুদ্ধের সাজে সাজি॥
ফজরের আজানের সুরে
চমকে উঠে দেখি,
বিছানায় আছি কাঁথা মুরে
এ যে স্বপ্ন ফাঁকি॥