নিরাশায় অফুরন্ত আশা
হবে বিশ্ব উদ্ধার,
সোনার জীবনেও মর্মবেদনা
দুর হবে অন্ধকার॥
সর্বজনীন করবো কাজ
মুছে হিয়ার যত লাজ,
শপথ নিই চল আজ-
সব প্রাণে এক উচ্চার॥
সামনে আগামীর নয়া ভোর
ক্লান্তি-হরা হিয়া মোর,
প্রাণে বল দেহে জোর-
রণখেলায় মুখোরিত কান্তার॥
আছে যত ভূবনময়ের টানে
ছড়িয়ে নবীন সরল প্রাণে,
সমর হবে ঐ ময়দানে-
রণের সাজে সাজ সবার॥
প্রতিরোধ হবে জিনিতে
সকল মানবকে চিনিতে,
থাকবো সদা বিনয়ীনীতে-
জয় করতে হবে বিপদ পাহাড়॥