কষ্টগুলো লুকাতে গেলে
উপচে পড়ে কান্না,
যন্ত্রনার ঐ পরশ মেলে
জাপটে ধরে বেদনা॥
চিৎকারিত আর্তনাদ নয়
নয় কোন আওয়াজ,
সে চাপা ছলনার ভয়
মরু কুচকাওয়াজ॥
রক্তক্ষরণ হয় অবিরত
এ রিদয়ে মোর,
স্বপ্ন দেখি মিছে শত
হয়ে যায় ভোর॥
লুকায়িত যেন থাকে
অন্তরের অব্যক্ত ভাষা,
রিদয় থেকে জীবন বাঁকে
চাপা ভালোবাসা॥