ঐ ডাকছে আগামীর কাল
ভয়াল কালো নিশান,
ভবিষ্যত হবে শূণ্য মোদের
থাকবে বসে কৃষান॥
আমরা আগামীর নবীন প্রান
দেহ-মন আছে সবল,
করবো যুদ্ধ হবো কোরবান
ঠেকাবো শত্রুর ছোবল॥
আসে যদি আসুক বাঁধা
মোদের রণক্ষেত্রে,
থাকবো মোরা অটুট সেথা
সব জনাদের নেত্রে॥
তবে বলো কেন এই ভীরুতা
কেন মিছে সংশয়,
আশা রেখে মনে যাব এগিয়ে
হবেই মোদের জয়॥
কেন পালন করছো নীরবতা
জাগ্রত হও শীঘ্রই,
অচিরেই ভাসবে সামনে প্রদীপ
শুধু আমাদের জন্যই॥