নিজে নির্ঘুম কাটিয়ে
আমার সেবা করা
নিজের কাথা আমায় জড়িয়ে,
নিজেই কাথা ছাড়া।
চুলের ফাকে কোমার হাতের
নিপুন চিরুনী,
কপাল জুড়ে তোমার হাতের
অবাধ বিচরন
খানিক বাদে হাতের স্পর্শ্বে
জ্বরের থার্মোমিটার।
চিন্তামগ্ন সারিয়ে তোলায় ব্যাস্ত প্রানপণ
জলপট্টি আর গামছা ভেজানো
মধ্য রাতের পর,
একটুকু সুখের হাসি ঠোটের কোনে ফোঁটে
খাইয়ে দিয়ে হাতে।
এমনি ভাবে শুরু হল প্রথম প্রভাত।


জীবনসঙ্গিনী শান্তা ইসলাম (হালিমা) কে উৎসর্গ
০৯-০৭-২০১৮ খ্রিঃ,  ১২.৩০ পি এম