ফাগুন মানে আগুন লাগা বসন্তের ই ক্ষণ
ফাগুন মানে শুভ্র সকাল  মিষ্টি ভালবাসা
আমি হেরে যেতে রাজী
যদি ধর জেতার বাজী
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
আর আমি চেয়েছি পাগল করা ভালবাসা।
কোথায় গেলে পাব আমি ফাগুনের ভালোবাসা
শান্ত আকাশে সাঁঝের বেলা
বাউল বাতাস কিংবা সর্বনাশা আগুন
আজ ফাগুন চাইছে সে রং
আলোর ভেলায় দুলছে যে মন
কিন্তু আমি উদাস মনে, সইছি দুখের জ্বালা।  
কোথায় গেলে পাব আমি ফাগুনের ভালোবাসা।  
বসন্তের ই আগুন লাগা ফাগুনের সকালবেলা
কোথায় গেলে পাব আমি
ফাগুনের পাগল করা ফাগুন ভালবাসা।