ফুটপাতের এক কোনে বসে
বছর দশের ছেলে
আট -ন মাসের কন্যাশিশু
ঘুমোয় তার কোলে।


আট -ন মাসের শিশুকন্যা
গোলাপ সম মুখ,
পায়নি যে সে বাবার আদর,
পায়নি মাতৃ সুখ।


ছোট্ট দাদা আগলে রাখে
জীবন চোরাবালি,
বোন টা যে তার ক্ষুধায় কাতর
তবু ফিডিং বোতল খালি।


দুর্বিঃষহ এই জীবনে
সমাজ মারে থাবা,
ফুটফুটে ফুল ছোট্ট শিশুর
সে ই তো মা আর বাবা।


বছর দশের ছোট্ট ছেলে,
অভিজ্ঞ সে বড়ো;
স্কুলের গণ্ডি পেরোয় নি সে
তার কী দোষ বলতে পারো?


স্রষ্ঠা, তুমি ধরার বুকে
ছড়িয়েছো কত আলো,
তবু কেন এ জীবনে
ঘনিয়ে এল কালো?


আমাদের তো হাজার জনের
হাজার নামের ঢেউ,
মেঘের কোলের ওই চাঁদ টার
কেন নাম রাখেনি কেউ?


স্রষ্ঠা, তোমার সৃষ্টির বুকে
সবই যদি ভালো,
তবে, সচ্ছ দুটি জীবন কেন
অনাথ নাম পেল?