প্রিয় এডমিন(পল্লব ভাই),


অাজ অাপনার শুভ জন্মদিন।অাপনাকে জানাই
জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা।অাপনি দীর্ঘজীবী হোন।জীবনের প্রতি ক্ষেত্রে অাপনার সফলতা অন্তর হতে কামনা করি।অাপনার গড়া এই "বাংলা কবিতার অাসর" সাহিত্য-জগতে স্ব-মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক এটাই মনের প্রত্যাশা।


অাপনি ও অাপনার পরিবার অার এই সৃজনশীল কবিতার অাসর ও অাসরের সকল প্রিয় কবিদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।


ভ্রাতৃত্ব-বন্ধন ও শান্তি স্থাপন হোক প্রতিটি প্রাণে,অালোকিত হোক প্রতিটি জন্ম,অালোকিত হোক প্রতিটি দেশ।সর্বশেষে কবিতার হোক জয়.......।


অাপনার জন্মদিনে অামার একটি কবিতা অাপনাকে ভালোবাসা স্বরূপ উৎসর্গ করলাম......


অানন্দের শঙ্খধ্বনি
----------------------------------
ইথার


একদিন পৃথিবীতে তুমি জন্মেছিলে বলেই----
অাজকের সুর-মুকুরের প্রভাতী হাওয়ায়
অাকাশে-বাতাসে অানন্দের শঙ্খধ্বনি বাজে,
অবিরাম..অবিরাম...


হৃদয় স্পর্শসুখেই খুলে যায় কাব্য-বনমালীর অদৃশ্য দুয়ার,
নিস্তব্ধ ঘাসের সবুজ অাল্পনায় খেলা করে সূর্যের নিঃশ্বাস...


একদিন পৃথিবীতে তুমি জন্মেছিলে বলেই-----
মরণে রে ছুঁয়ে প্রেমের বিদ্যুৎ-শাখায় জেগে ওঠে
কোটি-কোটি কলমের স্বপ্ন।


শেষে,অালোকিত মানুষ হবার মাহাত্ম্যেই,
শুদ্ধিকৃত কালের ওষ্ঠেরা চুম্বন দিয়ে যায় অসংখ্য মরণের পা'য়।