মলয়ের হাওয়া দোলা দেয়,দোলা দেয়
অামারই জন্মসুরে---


        নাচি অামি,নাচি অামি
তোমারেই কাছে পেতে।।


অামি অাছি দুঃখ-রশির বাঁধন ছিঁড়ে বিশ্ব-রূপ নগরে।
মলয়ের হাওয়া দোলা দেয়,দোলা দেয়
অামারই জন্মসুরে--


        নাচি অামি,নাচি অামি
তোমারেই কাছে পেতে।।


রেখো ভরে,রেখো ভরে           জীবনের মানচিত্র খুলে
রেখো ধরে,রেখো ধরে            মরণের পদচিহ্ন ভুলে।


      নাচি অামি,নাচি অামি
তোমারেই ভালোবাসতে।।


ফুটে       রত্ন-কুসুম                        হেমপূর্ণা ডালে-ডালে
সুগন্ধ-বার্তা     যাক্ যাক্           ভাঙা বাড়ির শূন্য দ্বারে।


অামি অাছি দুঃখ-রশির বাঁধন ছিঁড়ে বিশ্ব-রূপ নগরে।।