মনে করো শিল্প ও কবিতা
                   এ দুইয়ে  মিলে সৃষ্টি হল একটি রূপসী-নারী।
আরো মনে করো,
          নারীটির মাথার উপর হেঁটে যাচ্ছে একটি আরশোলা
                      বুদ্ধিদীপ্ত-চোখ দেখে আলোর বিপরীতে অসম-বিড়াল,  
টিকটিকির লেজ নড়ে,
                  সন্ধানী দৃষ্টিতে শিকার ধরার বায়না ...  
পোশাকে ইঁদুরের-গন্ধ,
                                         পালাচ্ছে জ্যাকেটের শীত...  
গাণিতিক পিপাসায়
          সমুদ্র- ঝিনুক ঘুমুচ্ছে বালুর দেশে...


ঠিক তখনি-
সন্ত্রাস-রাত্রির পিছনে পিছনে দৌড়ায় মহাভারত ।
                             আকাশ পারে পাখিদের কোলাজ।
বেশ্যাপল্লী থেকে উড়ে বেনামী রক্তাক্ত চিঠি
কবি আসে কাব্য-বাজারে,
                              গতির কাছে ভিক্ষায় হাত পাতে ছন্দ,
উপমা যেন চাঁদের রুটি,
           নামকরণ “মাংস-জল-রুটি”।


কোথায় আমার লাবণ্য-রাই?
এসো,দোলনার কাল ছেড়ে হেঁটে যাও পুরুষ-প্রকৃতির দিকে......  
      ঝুলন খেলা আর নয়!
                        নিষিদ্ধ মাংসের তীরে রেখে এসেছি লগি ও বৈঠা.......