উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।


পর্ব একঃ
-----------
মাতৃগর্ভে তামস অহংকার,
      অাতুরালয়ে নক্ষত্রতিথিবক্তা.......
কলমযোনীর সাক্ষাতেই
   পঙ্গু হাতের ইশারায় ভূমিষ্ঠ হল মহাভারত....


পর্ব দুইঃ
-----------
অাত্মধিক্কারে অতীতের নৈরাশ্যকণা
    ছড়িয়ে-ছিটিয়ে অাছে অাকাশপথে....
হঠাৎ অালো-অাঁধারের সমতায়
   রক্তপিপাসু পথিকের ফুৎকারে
সূর্য্যতাপসম্ভূত অগ্নির ঔরসে
    প্রীতিগর্ভে জন্ম নিল স্বর্গচ্যূত বালিকা......


পর্ব তিনঃ
-----------
গাণিতিক হিসাবে ভুল
   যোগ-বিয়োগ যেন সংক্রামক ব্যাধি!
ভগ্নাংশের কপালে অাঁকা অাছে মৃত্যুর টিকা;
         শূন্যগর্ভে ঘৃতবিন্দু.....
অথচ ভূতললুণ্ঠিত-শীর্ষে সাংখ্যজ্ঞানী
                 জন্মকে জানায় প্রণাম!