উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।


অাজ হতে ঠিক বিশ বছর পর......
       অালো-মাখা অদৃশ্য সিঁড়িতে
মুহূর্তেই থমকে দাঁড়াবে ব্যথায় টলমল দু'টো পা,
             খসে পড়বে কোটি কোটি তারা
শিরায় শিরায় বইবে চোরাস্রোত
       হৃৎপিণ্ড ছিঁড়ে মাংসের পুরুত্ব মাপবে মহাকাল....
অামি ফিরে যাব পশ্চিমবঙ্গে
       তখন অামার বলে কিছুই থাকবে না......


মাথার ওপর ছায়াশূন্য রোদের খেলায়
     গলির মুখে পড়ে থাকবে
                জায়মান অতীত......
কিন্তু জেগে উঠতে চাইবে রূপশূন্য কলকাতা!
           পার্কস্ট্রীট হতে ধর্মতলার বাঁকে বাঁকে
ভিক্ষুকদের অানাগোনায়
         মহাশূন্যে ওড়ে যাবে ক্ষুধার থালা!
মাটি খুঁড়ে বেরিয়ে অাসবে রক্তাক্ত জামা;
      নিউমার্কেট অার শ্যামবাজারে ঘুরে বেড়াবে
                 টুকরো-টুকরো শব্দেরা.....
হাওড়া ব্রীজে অাঁকা হবে দশভূজা দেবীর মুখ!
      দক্ষিণ চব্বিশ পরঃগণা,মেদেনীপুর কিংবা নদীয়ার
প্রতিটি পল্লীতে পল্লীতে অাসবে ধুলোর ঘূর্ণি!
              কৃষ্ণের বাঁশিতে কালের সুর শোনে
যমুনার তীরে ছুটে যাবে রাধা!
       তখন অামার বলে কিছুই থাকবে না........


অাজ হতে ঠিক বিশ বছর পর.......
মুহূর্তেই থমকে দাঁড়াবে ব্যথায় টলমল দু'টো পা,
         হাতের মুঠিতে ছাই নিয়ে
ছায়াসঙ্গীর শ্মশানে কাটাবে বিনিদ্র রাত....
      মনে পড়বে কত শত কথা
বাগানে ফুটবে সুগন্ধ অায়োজনের ফুল
          অন্ধকূপে ভব্যতার সীমা ছাড়িয়ে
ধরা দিবে শুক্লা-দ্বাদশী চাঁদ!
      তখন অামার বলে কিছুই থাকবে না.....
অাকাশে অাকাশে থাকবে শুধু শ্রীরঞ্জি অারতিশঙ্কর;
          অনন্তকাল..........