ওমন করে কি দেখো তীর্থসেবী?
ভয় লাগে!
চন্দ্রমুখী প্রেমিকার পিঙ্গল চোখের ইশারা
                     উন্মাদ ঢেউ তুলে রক্ত-শিরায়।


সময়ের ফাঁদে পড়ে সাংকেতিক প্রেম
নীরবতা খুঁজে বিশ্বাসের কাছে;দুঃসহ যন্ত্রণায়।
চলে ভাঙনের খেলা, দীর্ঘকাল…


অষ্টসিদ্ধি লাভ কতটুকু সম্ভব?
ভুলেছি মহাশ্বেতার মন্ত্র-বিদ্যা,
বিকেল গড়িয়ে শব্দহীন আঁধার;স্বপ্নচ্যুত বুকের মাঝে।


দেখতে পাচ্ছো কি?
মুখে শামুক গন্ধ নিয়ে যখন মিশে যাই অহংকারী আগুনে;
ঠিক তখনি রতিক্লান্ত শরীর, ফুল হয়ে ফোটে,হেলেনের বাজুবন্ধে।