(১)
এ পৃথিবী ঠিক যেন দুধের নহর!
ছিটানো আছে শুধু সাপের বিষ!
তাই গোলাপের নীচে ঠোঁট রেখে বলেছি-
আধখানেক সুরভি আমায় ভিক্ষা দিস।


(২)  
পায়ের তলায় পুড়ছে  স্বদেশ,
ওদিকে নিস্তেজ হয়ে আছে
ষোল কোটি বাঙ্গালীর দরিদ্রতম হাত!
তবু আমি সটান হয়ে শুয়ে আছি।