দৃষ্টির ওপারে অচেনা ভবিষ্যত-নাই বা দেখলাম।
        আপাতত দিবসের শেষে
             রয়ে যাক কিছু স্মৃতি-কিছু মায়া-কিছু অনুভূতি।


আরো কিছুদিন-বুকের সীমান্তে
                    নিঃসঙ্গ প্রহরী হয়ে
                           পার করে দিতে চাই
                                            প্রতিটি মুহূর্ত।


চোখেমুখে থাকুক মানবিক খেলা-আরো কিছুদিন।
মনশালিকটিও পেলব ডানা মেলে
                            উড়ে চলুক
                                        তার স্বপ্নের আকাশে।


আরো কিছুদিন- হেঁটে যাক দাসত্বহীন দু’টো পা
                                              শত শত মাইল।


জানি বুকের মাঝে রয়ে যাবে তৃষ্ণা অপার,
         তবু শেকড়ের টানে ফিরে যেতেই হবে;
                          মাটির মমতাই যে আমার শেষ আশ্রয়।