বৃষ্টি তুমি এতো কান্না কেনো?
বুকে এসো,সীমানা লিখে দিব
শুধু ভিজিয়ে দিও


অাঁধার তুমি এতো অন্ধ কেনো?
দৃষ্টিতে এসো, চোখ খুলে দিব
শুধু  ঘুমুতে দিও


অালো তুমি এতো উজ্জ্বল কেনো?
প্রাণে এসো,হৃদয় তুলে দিব
শুধু  রাঙিয়ে দিও


অাগুন তুমি এতো পাষাণ কেনো?
অস্তিত্বে এসো,সব হাহাকার দিব
শুধু পুড়িয়ে দিও


অাকাশ তুমি এতো দূরে কেনো?
স্বপ্নে এসো ,অসীমতা দিব
শুধু ছুঁতে দিও


বৃক্ষ তুমি এতো নীরব কেনো?
নিঃশ্বাসে এসো,হাওয়ার ঝড় সইতে দিব
শুধু শিখিয়ে দিও


মাটি তুমি এতো অচেনা কেনো?
চেতনায় এসো,মানুষ দিব
শুধু মিশিয়ে দিও