অজানার কাছে ভান করে থাকাটাই প্রতিভার পাপ।


সময়ের সীমাহীন কালো বাঁকে দাঁড়িয়ে
নিয়মের পায়ে অামার মরণবিলাস;
                         এ জন্মসূত্রেরই নীরব অহঙ্কার!


             চেয়ে দেখো কবিতার পেটে অন্তর-ভ্রুণ
বিকশিত অামি,


ভোরের চোখে রক্ত স্নান,
            এক জীবন চলে গেছে ঘাসে
স্পর্শ দাও অশ্রু,
তাজা হয়ে উঠি মানুষের হৃৎপিণ্ড হতে...