অাজও তোমার মৌন ইশারা যেন অামার জন্মের ক্ষুধা,
তুমি ডাকলেই জামা ছিঁড়ে হাঁপিয়ে উঠে অলিখিত প্রবাদ।


মানবিক ভূগোলে সরে গর্জনশীল সমুদ্র,মানচিত্রের বারুদ কাঁপুনিতে
পারাপারহীন স্রোতে শীতল চুমু শুষে এক যৌবনের ব্যাপ্তি।


অাজও খেয়ালী দ্রাঘিমাংশে ইতিহাসের ক্ষুণ্ণিবৃত্তি,
মোমের অালোয় গলিত অক্ষরে বাঁচে অাহত কান্না।


চোখে ধরি অমাবস্যা,বুকে চন্দ্রিমা,হৃদয়ে পৃথিবী নিয়ে
চলে যাচ্ছি ভাঙা কাঁচের রক্তে জমাট জ্যোৎস্নার চুম্বনে।


যদি অার ফিরে না অাসি,জেনো,তোমার প্রেমে গিয়েছি হারিয়ে...