পৃথিবীতে শত শত ধর্ম আছে জানি
আমার কাছে ধর্ম দুটি,গরীব এবং ধনী।


হিসেব করে পেয়েছি আমি সর্বশেষ এ ফল
ধনী, গরীব এ সমাজে যেন তেল আর জল।


ধনীয় ধনীয় আত্মীয়তা,গরীব ধনীয় নয়
যদিও তাদের ধর্ম একই, সেটা বিষয় নয়।


ধর্ম দিয়ে হয়না বিচার, আত্মীয়তার বেলায়
টাকার কাছে ধর্ম যেন ফিকে হয়ে যায়।


সকল সমাজ,সকল দেশে সকল ধর্মমতে
একই ধর্মের উচু নীচু চলেনা একসাথে।


গরীব কেহ ধনীর ঘরে করতে গেলে বিয়ে
একই ধর্ম হওয়ার পরেও চায় না দিতে মেয়ে।


মাপকাঠি নয় ধর্ম হেথায়,মাপকাঠি সম্পদ
ধনী গরীব উচু নীচু ভিন্ন দুটি পথ।


রাখাল ছেলে প্রেম করল রাজকুমারীর সাথে
রাজার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন তাতে।


রাজা দিল শক্ত হুকুম বাঁচতে যদি চাও
এই মুহুর্তে এ দেশ ছেড়ে অন্য কোথাও যাও।


রাখাল রাজার ধর্ম একই কিন্তু উচু নীচু
উচু নীচু বাধ সেধেছে মিছে অন্য কিছু।


রাজা প্রজায় এই সমাজে হয়নি কভু মিল
এখনো তা বহাল আছে বোঝা নয় মুশকিল।


দেবদাস আর আনারকলি সব সমাজেই আছে
ধর্ম হেথায় ম্লান হয়েছে উচু নীচুর কাছে।


সকল ধর্মের উচুরা এক, নীচুরা এক শ্রেণী
দুই শ্রেণীতে ধর্ম দুটি এটুক শুধু জানি।।