শ্রমিকের ঘাম, নেই কোন দাম
তবে সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


নোংরা পোশাক, দেখে চাপো নাক
কাছাকাছি এলে, দূরে দাও ঠেলে
পাশে বসা বিলকুল হারাম,
তবে সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


গায়ে  দুর্গন্ধ, তাই দ্বিধাদ্বন্দ্ব
মিলাবো কি হাত, নয় এক জাত
শেষে বুঝি হয় বদনাম,
তবে সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


খেত খেত লেবাস, বুঝেনা সমাজ
নর্দমা জঞ্জাল, ভাব তারে চিরকাল
দাওনাতো দাম,
তবে সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


তুমি আজ প্রভু, ভেবেছ কি কভূ
মনোরম বাড়ী, দামী দামী গাড়ী
কার শ্রমে কার ঘামে পেলাম।
তবে সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


তুমি যা খাও, যে খাটে ঘুমাও
ভাব একবার, অবদান কার
তারে কভু করেছ প্রণাম?
তবে সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


তুমি বড়লোক, আকাশেতে চোখ
কর দূর দূর দেখলে মজুর
মজা লাগে শুধু তার ঘাম,
বড় সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


যাকে তুমি শোষে, রাজা অবশেষে
তাকে মার লাথি,ভেঙে দিয়ে ছাতি
পেতে চাও লম্বা সেলাম
কি যে সুস্বাদু, খেতে এই মধু
অমৃত যেন এর নাম।।


তুমি প্রতারক,ভন্ড ও ঠগ
একদিন ঠিক, জাগবে শ্রমিক
পালাবার পথ, হবে অবরোধ
ভয়াবহ হবে পরিনাম,
শ্রমিকের ঘাম, বুঝবে, কি দাম!
চিরতার পানি, হবে মধুখনি
যন্ত্রণা হবে এর নাম।।