নাম নিয়ে মাথাব্যথা
             আছে সব বাবামার
কি নাম দিব ভাবে
             সোনামণি বাবুটার।।
মা চায় নাম দিতে
              সোনারে তার আধুনিক
যে নাম আলো দিবে
               পৃথিবীর চারদিক।।
বাবা চায় নাম দিতে
                বিখ্যাত ব্যক্তির
যে নামে প্রকাশ হয়
               বিরাট এক শক্তির।।
কিছু নামে পাওয়া যায়
               পরকালে মুক্তি
এইভেবে সেই নামে
              করে নমঃ ভক্তি।।
কিছু নামে আছে মানা
               ধর্ম ও সমাজের
নাম হবে ধর্মীয়
              উপদেশ সকলের।।
নামে নামে যমে টানে
               অনেকেই বলে
নামের কি দোষ বল
               যম কানা হলে।।
নাম দিয়ে কি হয়
             আমি তা বুঝিনা
নাম নয় বড় হয়
            কর্ম ও সাধনা।।
দশজন লোক আছে
          তার মাঝে একজন
চিনে যেন নিতে পারি
          তাই নাম প্রয়োজন।।
আমাদের পাড়ায় আছে
            নাম তার নজরুল
কবিতা কি বুঝেনা সে
             খাওয়া নিয়ে মশগুল।।
আরও আছে নিউটন
             বিজ্ঞানে কাঁচা
মজিবর নাম তবু
             রাজাকার চাচা।।
আলহাজ নাম হলে
              হয়না সে হাজ্বী
বিচারক নয় সবে
              আছে যত কাজী।।
পাখী নাম হলে কি
              থাকে তার ডানা!
তাই তো নামের মানে
                খুঁজতে মানা।।
নাম নয় বড় কিছু
             নাম মানে নাম
সুনামের বিপরীতে
              আছে বদনাম।।
নাম নিয়ে না ভেবে
             মন দাও কাজে
নামে নয় বেঁচে থাকো
              কর্মের মাঝে।।