আমি মানুষকে ভালবাসি
তোমরা বল সাবধান!
             ওরা বিধর্মী।
আঠার মত এত বেশি
মিশামিশি কি প্রয়োজন।


আমি মানুষকে ভালবাসি
তোমরা বল সাবধান!
          ওরা বিপক্ষ কর্মী।
পিপড়ের মত পিষে মারো
যত পারো করো নির্যাতন।


হা হা হা, আমি শিশুর মত হাসি
                              অট্টহাসি।
কি অদ্ভুত, কি উদ্ভট
মানুষে মানুষে গড়ো ভেদাভেদ
করো হিংসায় অবগাহন।।


সাম্প্রদায়িকতার নোংরা বিষে
পৃথিবীটা রণক্ষেত্র
ধর্ম বর্ণের বৃত্তে
মানুষের হৃদয় ক্ষতবিক্ষত    
            
আমি কি ঘৃণা করব যুগে যুগে আসা
মহামানবদের!
যারা আলো জ্বেলেছে নিজের আলোয়
পথ দেখিয়েছে পথহারাদের।।


এক গ্রহে জন্ম, এক রবিশশী
আকাশ এক, বাতাস এক, রক্তের রং এক
                     তবু রেষারেষি।
এ কেমন শিক্ষা, এ কেমন দীক্ষা
                       পাক্কা বদমায়েশি।


দেশ, ভাষা ভিন্ন হোক
অনুভুতি ভিন্ন নয়
মানুষ আমি, মানুষ সে
এই পরিচয় কি যথেষ্ট নয়।।