আমরা সবসময় দূরে দূরে থাকি !
আরও সত্যি করে বললে
আমিই সব সময় বহু দূরে থাকি।


কেননা আকাশ থেকেই সমগ্র ভূমন্ডল
একই সাথে দেখা যায় সবটুকু !
সময় পরিভ্রমনের সাথে সাথে ।


অথবা পাহাড়ের সুউচ্চ চুড়া থেকে
একটু তাকালে নীচে, বহুদূরে !
শুধু এ মর্তালোক নয় আকাশ ও বদলে যায় যেন ।


আর গভীর সাগর থেকে
উপকুল যেন এক তটরেখা শুধু
বিপরীতে সমুদ্র, সেতো এক  সীমাহীন জলের জগৎ !


এহেন দুরত্ব থেকে মানবের অস্তিত্ব
কখনো কি খুঁজে কেউ আশ্রয় চেয়ে ?
যেখানে সকল বন্ধন, নিমিষেই নির্মোহ হয়ে ওঠে !


যতবারই চেয়েছি ভেদিতে সে সুক্ষ সীমানা
ততবারই ঠুকতে হয়েছে মাথা
সীমানা প্রাচীরে !


তাই যদি সীমানার সীমা ছেড়ে দূরে চলে যাই কভূ
তখনও কি আটকাবে মোরে সেই সে সীমানা ?
সে কিসে ?