কবিতার খাতায় আর কি লিখবো আমি
ফুরিয়ে গেছে মনের অনুভূতি সবই!
শোষণ আর শাসনের যাতাকলে পিষ্ট আমার মা
প্রাণ তোমার আজ ওষ্ঠাগত, দেখার কেউ নেই
সকলে ব্যস্ত শোনাতে তোমায় মুক্তির গান, কে করবে অন্ন দান!
মুমূর্ষা তুমি, তোমার চাই ভালোবাসা, সেবা - শুশ্রূষা
কিন্তু সকলের মনে তোমার সম্পদের আশা।
আমের পোকার দল, নষ্ট মানুষ যত্ত সব
মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের মাংস খায়
মায়ের মরণে করে বিজয় উৎসব!
ঘৃণ, ঘৃণ শতবার ঐসব নরপিশাচের তরে
যারা চিরকাল মায়ের মাংসে পেট ভরে।