যদি তুমি পেতে চাও শান্তি ও মুক্তির স্বাদ,
কঠিন স্বরে করতে হবে অন্যায়ের প্রতিবাদ।
তাতে যদি তোমার উপর আসে বন্ধু আঘাত,
সেই আঘাতে পুরো জাতির সারবে পক্ষাঘাত।
চারিদিকে ঘটছে অনেক অবিচার, খুন, গুম ও ধর্ষণ;
সেসব দেখে নীরবে তুমি করো না অশ্রু বিসর্জন।
করো শপথ থামাতে এবার মজলুমের আর্তনাদ,
অত্যাচারীর প্রতি এবার ছাড়ো তোমার সিংহনাদ!
এখনই সময় ঘটাও তোমার আত্মশক্তির উদ্বোধন,
তবেই হবে সম্ভবপর অশুভশক্তির বিনাশ-সাধন।
দাউদাউ করে আগুন জ্বলুক সবার অন্তরে,
ছারখার হবে জালিমেরা সেই আগুনে পুড়ে।
সত্যের জয় হবেই হবে এটাই চিরন্তন,
সত্য-ন্যায়ের পক্ষে লড়াই চলবে আমরণ।