যতদিন বেঁচে আছি, আমি কবিতা পড়ব
শুধু পড়বই না, পারলে লিখব ও
তোমার কথা লিখব, আমার কথা লিখব
তুমি-আমি ছাড়া অন্যসব মানুষের কথা যতটুকু পারি লিখব
আমি যতদিন বাঁচব, তোমাকে শব্দের জালে বন্দি করেই বাঁচব;
চাইলেও যেতে দেবো না তোমায়।
তবে একথা ভেবে কোরো না কখনো ভুল,
শুধু তুমিই আমার জীবনে প্রথম প্রায়োরিটি
তুমি ছাড়া অবজ্ঞার শিকার হবে মেজোরিটি!
তুমি আমার কাছে নিশ্চয় দামি,
তুমি মানো নাইবা মানো আমি মানি
যারা ভালোবাসে তারা সবাই জানে প্রেমিকের কাছে প্রেয়সীর মূল্য কতটুকু
তবু আমি রাজি নই দিতে তোমায় এত উঁচু স্থান
যেখানে জায়গা দিলে আমার মনুষ্যত্ব করবে প্রস্থান।
পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে থেকে
তোমাকেই আমি নিয়েছি বাছাই করে
হৃদয়ের এক সুরক্ষিত কোণে আমার দিয়েছি তোমায় ঠাঁই যতনে
তাই বলে ভেবো নাকো তুমি কখনো কোনো কুক্ষণে
আমার মনের সবখানি জুড়েই রয়েছ তুমি
সেটা হবে তোমার চরম বোকামি!
তোমায় ভালোবাসি বলেই জগতের অন্য সবার কথা ভুলে যাব
এমন নিষ্ঠুর আর স্বার্থপর নই আমি।
জানি আমি পাব না কখনো তোমার ভালোবাসা
নাইবা পেলাম, তোমায় ভালোবেসেই আমি পাই ভরসা
তোমাকে পেয়ে বুঝেছি আমি জীবনের আছে অনেক মানে
সব বাঁধা পেরোয় মন সজীব প্রেমের আহবানে!
তোমার জেনে রাখা উচিত তাইতো তোমায় বলছি
মিথ্যে ভেবে উড়িয়ে দিও না সত্যি ঠিকই বলছি
তোমার প্রেমে পড়ে আমি হইনি কখনো কবি
শব্দের তুলি নেইনি হাতে আঁকতে শুধু তোমার ছবি।
শব্দ-বণিক হয়েছি আমি শব্দ নিয়ে খেলি
মনের যত আশা-হতাশা শব্দের জালে ফেলি।
মনের দুখেই হয়েছি কবি তাই বলে নই স্বার্থপর
এই বসুধার কোনো মানুষ যায়নি হয়ে আমার পর।
যতদিন থাকব বেঁচে সবারে নিয়েই বাঁচব
মানুষের দুখে কাঁদব আমি, মানুষের সুখে হাসব।
জানি আমার নেই প্রতিভা
জ্বালবো আলো নেই সে বিভা
জানি আমার কবিতা লেখায় কিছু যাবে আসবে না
বইয়ের পাতায় হয়তো আমার কবিতার ঠাঁই হবে না
তবুও আমি সবার কাছে এই কথা যাই বলে
সবার কথা লিখব আমার কলম যদি চলে।
তোমাকে ভুলে গিয়েছি ভেবো না করেছি অপমান
হয়েছি কবি গাইতে আমি সব মানুষের গান।