ওরে মন, পোড়া মন, বদমাশ মন-
আর কত করে যাবি তুই জ্বালাতন!
কেন পেতে চাস তুই শান্তির ঘ্রাণ?
অভাগা তুই পাবি রে শুধু রিক্তের বেদন;
ওরে বোকা, করিস কেন বৃথা সুখের সন্ধান?
দেবে ধরা সুখ তোর ললাটে যদি থাকে লিখন।
নিজেই তুই জানিস না তুই কী যে চাস,
না পাওয়ার বেদনা নিয়ে করিস হা-হুতাশ
সব পেলেও আবার তোর বেড়ে যায় আশ;
নতুন করে নিত্য বাড়ে কল্পনা-বিলাস।
মেনে নিতে পারিস না কেন বাস্তবতা?
কেন তুই দমে যাস পেলে ব্যর্থতা?
অল্প একটু সুখের সাথে বহু দুঃখ গাঁথা,
তাইতো ভীষণ কঠিন স্থান এই দুনিয়াটা।
যদি থাকতে পারিস দূরে মিথ্যে মোহ থেকে,
তবেই পাবি আসল সুখ নিঠুর ধরণীতে।