শিখিতে পারি নাই আমি কবিতার ছন্দ
ছন্দ মিলাইতে তাই মনে শত দ্বিধাদ্বন্দ্ব।
নাই পর্ব-মাত্রা জ্ঞান
হয় নাই পড়া অভিধান।
শব্দের খোঁজে হই হয়রান
চিত্ত থাকে সদা পেরেশান।
জানি না কিভাবে লিখিব কাব্য, তাহার কার্যকারণ
শেখা হয় নাই কবিতার নিয়ম, ভাষার ব্যাকরণ।
তবু লিখি আবেগে মনে যাহা আসে
আড়ালে ছন্দেরা ব্যঙ্গ করে হাসে!
তবুও চলিছে নিরন্তর এই ব্যর্থ সাধনা
কবিতা তো নয় তাহা, বরং আবর্জনা!
নিজের দীনতা স্বীকার করিলাম মোর এই কবিতায়
ভুলত্রুটি যদি হয় করিবেন ক্ষমা আপন যোগ্যতায়।