আমি তো ভুলে গেছি
বেঁচে থাকার মানে
দিন কাটে এখন আমার
অনুভবে অভিমানে।
বড় ক্লান্ত অসহায় আমার এ মন
শূন্যতায় ডুবে থাকে সারাক্ষণ।
দিশেহারা পেরেশান সে খুঁজে শান্তির আশ্রয়
শান্তি সে তো অধরা দূরে দূরে সরে রয়।
'ভালো আছি, বেশ ভালো' করে যাই শুধু ভান
শান্তির স্পর্শ পেতে পাগলপারা নীরবে কাঁদে প্রাণ।
মন বড় বেহায়া, দেখে শুধু  তারই ছায়া
স্বপনে দেখে কায়া, বোঝে না তো এ কেবলই মায়া।
কী যে চাই আর কী যে নাই
জানবার নেই অবকাশ
কীভাবে কী হবে, কী করে হবে
জানা নেই হিসাব-নিকাশ।
কাছে এসে আবার দূরে সরে যায়
হারায় সুদূর নীলিমায়
ভরায় শূন্য মন বিষণ্ণতায়
হারিয়ে দুচোখের সীমানায়।
দূর আকাশে কল্পনাতে
স্বপ্ন ছবি আঁকি
সুখের দেশে পাড়ি দেবার
এখনো আছে বাকি।
স্বপ্ন তবুও দেয় না ধরা
জীবন পড়ে রয় ছন্নছাড়া।
তবুও তাকে পাবার নেশায়
সদা ব্যস্ত মিলাতে সমীকরণ
পথ হারিয়ে মরীচিকায়
জাগে হৃদয়ে রক্তক্ষরণ।