রং দেখিয়া যদি কারো
মন বুঝিতে চাও,
ধোঁকা খেয়ে আসবে তুমি
বোকার দেশে যাও।

সাদা-কালো মানুষ দিয়ে
গড়লেন প্রভু ভব,
কার ভেতরে কী আছে ভাই
জানেন তিনি সব।

সাদা মানুষ বলে কি তার
থাকবেনা ভাই দোষ,
কালো বলে নয় কি ভালো
কোথায় গেলো হুঁশ?

সাদা কালো নয় তো বিষয়
আসল তাহার মন,
কালোর ভেতর আড়াল থাকে
সাত মানিকের ধন।

কালোর ভেতর আড়াল আছে
অনেক ভালো গুণ,
মনে রেখো পানির ভেতর
আড়াল থাকে নুন।