সবুজ শ্যামল দেশটি আমার
ভালোবাসি তাঁকে।
মায়ের মতো দেখতে লাগে
রাস্তা আঁকে বাঁকে।

এই দেশেতে জন্ম আমার
থাকি মায়ের দেশে।
জন্ম যদি আবার হতো
আসতাম অচিন বেশে।

ফুলে ফলে ভরা দেশটি
রাখছে মায়ের মতো।
প্রকৃতিতে যাই হারিয়ে
সবুজের মাঠ শত।

ধর্ম বর্ণ নেই ভেদাভেদ
দেশকে ভালোবাসে।
হৃদয় আমার যায় জুড়িয়ে
কৃষক যখন হাসে।

দেশের ক্ষতি হলে কভু
অশ্রু চোখে ঝরে।
দেশ যে আমায় মায়ের মতো
যাচ্ছে মায়া করে।