কুড়ি টাকার মালিক আমি
মধ্যবিত্তের ছেলে ।
পকেট ভর্তি নাই তো টাকা
ক্যামনে থাকি মিলে?

তোদের তো ভাই টাকা আছে
চলিস ইচ্ছে মতো
কুড়ি টাকার মালিক আমি
বুকে আশা শত।

মাথার ঘাম মোর পাতায় পড়ে
হস্ত মাখা রক্তে,
পারি না ভাই মেটাতে শখ
নেই তো আমার ভক্তে।

লবন আনতে পান্তা ফুরায়
কাঁদে তবু হিয়া।
প্রতি দিনই চলছি আমি
কুড়ি টাকা নিয়া।

কুড়ি টাকা অনেক দামি
মনে হয় তা হাজার।
শিশু থেকে যুবক হলাম
কুড়ি টাকায় বাজার।