পথ শিশুদের নেই কোনো ঠিকানা
এদিক সেদিক ঘুরে বেড়ায়।
কত শত ছেঁড়া কাপড় পরে
দ্বারে দ্বারে ভিক্ষা করে।
থাকে সারাবেলা অনাহারে
শুধু খায় ডাস্টবিনের নষ্ট খাবার।
একমুঠো খাবার জোগাতে তবুও পারে না
টাকার জন্য পিছু ছাড়ে না।
রাত হলে শুয়ে পড়ে
রাস্তার ফুটপাত কিংবা স্টেশনের পাশে।
বুকে থাকে কত হাজারো স্বপ্ন কত আশা
সব শেষে কিছু হয় না গড়া।