নীল আকাশের ঈশানকোণে কালো মেঘের ঢাকা,
আঘাত হানে কালবৈশাখী ঝড়।
ঝড়ো হাওয়ার বিকট ঘুড়ুম ঘুড়ুম শব্দ,
তীব্র বাতাসে প্রকৃতিকে করে দেয় লন্ড-ভন্ড।
চারদিকে নেমে আসে জমাট বাঁধা অন্ধকার,
তীব্র বাতাসে নেমে আসে মেঘের গর্জন।
কর্মব্যস্তরা দৌড়ে আশ্রয় নেয় আপন নীড়ে,
গাঁয়ের কৃষক লাঙ্গল নিয়ে দৌড়ে ফিরে নিজ কুঠিরে।
পাখ-পাখিরা এদিক সেদিক করে ছোটাছুটি,
তাদের আশ্রয় নেয়ার নীড় খোঁজে।
ঝড়, ঝড় সর্বনাশা কালবৈশাখী ঝড়,
সাধের গোয়াল ঘরের চাল উড়িয়ে গেছে কত দূর?
পাখি নীড় হারায় আর আর্তনাদ শুনে তার ছানার।