অ্যালোভেরা পাতার আড়ালে লুকিয়ে সূর্যটা,
প্রাতঃস্নান শেষে নীলনদের জলে আবক্ষ দাঁড়িয়ে নেফারতিতি!
অত:পর আরো কাছে এলো,
ক্রমশ নেমে এলো জলভেজা মিহি লিলেন অবধিঃ
বায়ু দেব আমুনের হিম পরশে মুদিত নেফারতিতির লাজুক চোখ।
জলভেজা চুল,জলার্দ্র ভ্রু-ঠোঁট!
কিছুটা কাঁপছিলো কি সে? হয়তো......
আর ভয়ে ভয়ে একসময় জানতে চেয়েছিলো,
কে তুমি?
তিনহাজার বছর আগের তরুণ সূর্যটা উত্তরে বলেছিলো,
-আমি আতেন, তোমার কাছে এসেছি,
এসেছি তোমাকে উষ্ণতা দিতে।


নেফারতিতি বিড়বিড় করেছিলো...
কেন?
-তোমাকে ভালোবাসি তাই,
তুমি দেবরাজ আমুনকে ভুলে যাও!
নাও, জড়িয়ে ধরো.....
সব লজ্জা, সব ভয় কেটে যাবে, বড় প্রেমোদ্দীপ্ত কন্ঠ ছিলো আতেনের।
তখন ফিসফিস করেছিলো কি নেফারতিতি?
হয়তো বলেছিলো, আর.....?
-আর কি! তুমি আমার হবে,
এই সারা জগত তোমার হবে।
একদিন ব্যাবিলনের নক্ষত্ররাত হারিয়ে যাবে,
এমন কি ঐ টাওয়ার অব ব্যাবেলও ধ্বসে যাবে!
তবুও এই মরু সাহারায়
আবক্ষ তুমি ঠিক রয়ে যাবে!


ফেব্রুয়ারি ১৮, ২০১৬