খোদা, আমি সৈনিক হাতিয়ারহীন সংগ্রামে,
কভু ডাক্তার, কভু  ব্যাংকার, কভু  পুলিশের বেশে;
জেনেছি, ভেবেছি, কেঁদেছি-
হায়! আমি আজ কত নিরুপায়,
কভু  শিউরে উঠেছি ভয়ে;
তবু আগিয়েছি প্রভু-
লড়েছি মানবতার ঝাণ্ডা বয়ে,
এসেছি আলোকবর্তিকা হাতে-
ইনসানিয়াতের কাণ্ডারি হয়ে।


কভু  হেসেছি মিথ্যার আশ্বাসে;
পিপিই, ভেন্টিলেটর কিংবা আইসিইউ-
আমি অপূর্ণ আজ কিসে!
সবই আছে তবে আমি খালি হাতে,
খুঁজেছি কারণ, পাইনি দিশা ভেবে;
তবু ছাড়িনি হাল, হইনি আড়াল; অটুট বিশ্বাসে;
বর্ম কি ঢাল, সঙ্গে যে নাই, এর সবকিছুই মিছে!
দায় যত তার সবটুকু মোর, খানিক রোগীর কাছে।


কী করিনি হায় প্রবাস বেলায় দুর্গম লোকালয়ে!
কর্ণকুহর বিঁধে নি কারো আমার আত্ম চিৎকারে;
আমি শহীদ মঈন কিংবা লক্ষ সেলিম অগোচরে-
অজানায় পাল তুলেছি; তবু তাঁরা যেন ঘরে ফেরে।


জান মান সব করেছি যে দান শুধুই তাঁদের তরে-
খোদা, মূল্য না হয় নিলাম না আজ তুমিই দিও তা পরে।


এপ্রিল ১৬, ২০২০