অ-ধর্মেই অন্ধ হয়-
অন্তরাত্মা; চর্মচক্ষু নয়!
আধ্যাত্মিক  কিংবা ঐহিক;
শত শাশ্বত সাবুদ অন্তরালে রয়!


বিশ্বাসে কভু নমঃ প্রকৃতি,
মাঙে মঙ্গল অদেখায়!
স্রষ্টায় মেলে নীতিকথা মালা;
তাই অবিশ্বাস অবজ্ঞায়!


বৃথা উপমার অপচয়!
জাগবে কি! ঘুমন্তই নয়;
চায় অনুশাসনের পূর্ণচ্ছেদ,
তবে কাটে যদি সংশয়!


এপ্রিল ২৪, ২০২০