আষাঢ়ে বৃষ্টিতে ভিজছে তরুণী
শাড়িতে লাগছে বেশ,
প্রতিটি ফোঁটা গায়ে পড়তেই
লজ্জা নিরুদ্দেশ।


হরিণী চোখে বৃষ্টির কম্পন
জোড়া নুপুর পায়,
বৃষ্টি যেন শরীরে লেগে
বিজ্ঞাপন হয়ে যায়।


আকাশে এমন মেঘ থাকাতেও
ময়ূরের মত তার সাঁজ,
কেশ বেয়ে পানি শরীরে ঝরছে
কি সুনিপুণ কারুকাজ।


এমন দৃশ্য সৌভাগ্যবশত
দেখেছিলো এক তরুণ,
বৃষ্টি শেষে সব হারালো
আকস্মিক দৃষ্টি কি করুণ!


সারাটি দিন আর খোঁজ নেই তরুণীর
জানেও না তরুণ তোমাকে,
শুধু বৃষ্টি তাকে সিক্ত করে
রিক্ত করে আমাকে।