আমরা আগন্তুক, আমরা দুদিনের মুসাফির সকলেই
   রাজা বাদশা ফকির মিসকিন, জ্ঞানী অজ্ঞানী মূর্খ দরবেশ সকলেই এ পৃথিবীর আমরা মুসাফির


এ যেন এক ঝটিকা সফর ক্ষনীকালয় কয়েক দিনের জন্য
তবে কেন আমরা দুনিয়ার লোভে মত্ত-??
  
কারণ আমরা ভুলে যাই যে, পৃথিবী একটি উন্মত্ত উন্মাদনা মায়াজাল ছড়িয়ে রয়েছে!


আমরা তার দাসত্ব করেই চলেছি শুধুই স্বার্থের তাগিদে পড়ে ,আত্মীয়-স্বজন ভুলে বসি, ভুলে বসি পরিবার-পরিজন কেউ


তখনই আমরা পাপাচার করি নিজের ভুল খুঁজতে ভুলে যায়,,, কিন্তু যদি একটু ভাবতাম এ পৃথিবী নয়তো চিরস্থায়ী,,
রাজা বাদশা টাকা ওয়ালা সেও জানে না তার নিঃশ্বাস বায়ু কতক্ষণ?? এভাবে ক্রমান্বয়ে পৃথিবীতে অনেক ইতিহাস রচিত হয়েছে,
কেউ ক্ষমতার লোভে চিরস্থায়ী থাকতে পারেননি
আর পারবেন না কখনোই কোনদিন
  
তবু কেন মিছামিছি  দুঃখ দিই সকলকে আমিও তুমিও ছেড়ে যাবে পৃথিবী, তাহলে চলো একটি বার ঘুরে দেখি জীবনের মোহনায়,
যেখানে সমাদৃত করি জীবনের আঙ্গিকে কিছু সুন্দর ফসল কুড়িয়ে এ পৃথিবী ছেড়ে যাব
  যেখানে অনাবিল প্রশান্তি অপেক্ষা করছে
শুধু চাই একটি পবিত্র মন এবং মনুষ্যত্বের ভালোবাসা তাই লোভে নয় হিংসাই নয়
হৃদয় ভূমিকে সৌন্দর্য করিব যেহেতু পৃথিবী চিরস্থায়ী নয়, যাহা চিরস্থায়ী তাকে সর্বাঙ্গ সুন্দর করি যাহা অব্যয় অক্ষয় অমর
  জীবনের জন্য জীবনের সমীপে হৃদয় ভূমির
সুন্দর  করায় আমাদের লক্ষ্য হোক