স্বপ্ন স্বপ্ন স্বপ্নই হলো
বাঙালীর স্বপ্নদোষ,
ইস্যু দিয়ে টিস্যু করে
বিশ্ব দেখে আফসোস।


পালাবদলে হাওয়া বদলায়
উঠতি প্রেমের রং!
দৈব বেলা নামলে আধার
সাজবে সাধু সং।


রাজপথে আজো পলাশ ফোটে
বসন্ত বছর জুড়ে,
বহির্বিশ্বে খুজছি গিয়ে যাহা
পচুক আপন নীড়ে।


তবুও জাতি চলছে আমার
ডিজি নয়তো টাল!
স্বপ্ন দেখ বন্ধু-স্বজন
স্বপ্ন বাবা-ডাল?