সেদিন ভোরে ঘুমের ঘোরে
যেই ডেকেছি মাকে,
হঠাৎ কীসের গন্ধ যেন
লাগলো এসে নাকে!


আমি শুধোই— “মাগো,
কীসের গন্ধ যেন আসে?”
মা শুনে কয়— “শরৎ হাওয়ায়
পুজোর গন্ধ ভাসে।”


জানলা দিয়ে তাকিয়ে দেখি
কাশফুলের মেলা,
নদীর ধারে দুলিয়ে মাথা
করছে তারা খেলা।


কাশফুলের নাচন দেখে
মনটা ওঠে নেচে,
আনন্দময়ীর আগমনে
দুঃখ যাবে ঘুচে।


নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল,
পুজোর গন্ধে মেতেছে মন
হয়েছে উচ্ছল।


শিউলিতলায় কুসুম কুড়ায়
পল্লীবালা যত,
কেউবা আবার গাঁথছে মালা
নিজের মনের মত।


পদ্ম, শালুক ফুটে আছে
বোসপুকুরের জলে,
‘মা আসছেন’, ‘মা আসছেন’
মনটা সদাই বলে।


স্কুল-কলেজে পড়বে ছুটি
আনন্দ চারগুণ,
ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ
নতুন গানের ধুন।


নতুন পোশাক, নতুন জুতো
চাই যে নতুন ঘড়ি,
আড্ডা-গল্পে-খানাপিনায়
জমবে মজা ভারি!


মুছবে এবার সকল কালো
সেই আশাতেই বাঁচি,
‘জয় মা’ বলে দিই হাততালি
আনন্দেতে নাচি।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏