কিছু কিছু কথা বলে দেয় মুখ
কিছু কথা বলে চোখ,
কিছু কিছু কথা মনে মনে লেখে
প্রেমের পুণ্যশ্লোক।


কিছু কথা থাকে হৃদয়ে গোপন
কিছুবা প্রকাশ পায়,
কিছু কথা শুধু আপন খেয়ালে
সুরভি ছড়িয়ে যায়।


কিছু নীরবতা পুষে রাখে কথা
আপন হিয়ার মাঝে,
কিছু নীরবতা সুর খুঁজে পেয়ে
হৃদয়বীণায় বাজে।


মাঝে মাঝে জানি এমনোতো হয়
ভাষাহীন বেদনায়,
বোবা চোখ দিয়ে অবিরত শুধু
অশ্রু গড়িয়ে যায়।


বুকের পাঁজরে বহুদিন ধরে
ধুলোজমা চুপ কথা,
সোনার কাঠির পরশে ওরা যে
হোলো আজ রূপকথা।


কোন সে রাজার কুমারী এলে গো
ছুঁয়ে দিলে মোর হিয়া,
পরাণে পরাণ বাঁধলে যতনে
ওগো মোর প্রাণপ্রিয়া।


কোনো কথা নয় কোনো ভাষা নয়
শুধু মায়াভরা দৃষ্টি
ছড়ালে এভাবে, হৃদয় মরুতে
ঝরালে প্রেমের বৃষ্টি।


তাই বুঝি আজ এতদিন পরে
মুছে গিয়ে সব গ্লানি,
ক্ষণে ক্ষণে প্রাণে বেজে ওঠে সুরে
তোমার নূপুরধ্বনি।


না বলার মাঝে যে কথা বলে
তোমার মায়াবী চোখ,
সেই দৃষ্টিতে জানি লেখা আছে
প্রেমের পুণ্যশ্লোক।
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♤♡♡♡♡♡♡♡♡♡♡♡♡