রৌদ্র-ছায়ার ভীষণ খুনশুটি


আজ ধরণীতলে রৌদ্র-ছায়ার ভীষণ খুনশুটি
আকাশপারে চলছে কেবল মেঘের কথকতা,
কারণ খুঁজে মেঘের পাড়ায় পাঠালে তুমি চিঠি
আমি বললেম— “সব কিছুতে কারণ খোঁজা বৃথা।”
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★


প্রেম-জোছোনায় ভিজে


নেশাতুর রাত লেখে ধারাপাত
প্রেম-জোছোনায় ভিজে,
ঝিঁঝিদের গান নদী-কলতান
বলে যায় কত কী যে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★


কল্পলোকের গল্পকথায় ভেসে


কল্পলোকের গল্পকথায় ভেসে
যখন পেলাম খুঁজে রূপকথার এক দেশ,
এবার তোমায় নিয়ে থাকবো ভাবি সুখে
জীবন বলে— “তোমার সময় শেষ!”
❤💛💚💙💜🖤❣💟💔♥♠😍💑💘💖💝💗💓💞💕