মানুষ তখনো ছিল গো সুপ্ত
অমানিশার ঘন ঘোরে
মুর্খতা আর জাহেলিয়াতে
হাবুডুবু পাপাচারে _
আলো ছিলনা এতটুকুও
জ্ঞান আর হৃদ্যতার
ক্ষীন আলোটুকুও নিঃস্প্রভ প্রায়
সূর্য – চন্দ্রিকার !
খুনো খুনি আর রক্তপাতে মানবতা অসহায়
ফুলের শিশুরা,নারীরাও মরিত
আদিম হিংস্রতায়
অন্ধ চোখের নিঃশব্দ উন্মাদনা
বিড়ালে খুজিত প্রভূ
সৃষ্টিরে তব শ্রষ্টায় পূজিত
পুতুলের সৃজিত বিভূ !!
বড়ই আহলাদ পাপসাগরে
দ্বীন নিভূ নিভূ প্রায়
নিঃস্বের উপর চলিত যুলুম
পশু সম যাতনায় !
শান্তি মুক্তি বলিয়া কাদিত
বিশ্ব লুটিয়া ধুলোয়
হোবল মানাত কতযে ডাকিতো
মুক্তির বাহানায় !!
এমনি দিনেতে তোমারি প্রকাশ
হে রাহমাতুল্লিল আ’লামিন
নাচিল মরুর তপ্ত ধূলো
বাজিল খুশির বীণ ।
তুমি বিনা কে মিটাতো আধার
মুর্খতা ধরা মাঝে
কার পরশে জাগিত ধরাবুক
নতুন দিনের সাজে !
রাহমাতুল্লিল আ’লামিন
হে প্রিয় হজরত ;
করুনায় তুমি খোদার হাবিব
পৃথিবীর রহমত !
খোদার করুনার দীপ্ত শিখা
মা আমিনার আলামিন
তোমার আলোতে জগত উজালা
রহমত সীমাহীন ।।