# #
জানতে চেয়েছ কেমন আছি ? সুখে আছি কীনা !
কেন অনুগ্রহের মোহজালে জড়াতে চাও আমায়
আমি দুঃখের সমুদ্রের খেয়ালি নাবিক এক
প্রতি দিন কুড়োই শুকনো পাতা সব
কি দিয়েছ ? কি পেয়েছি তোমার কাছ থেকে
দু' ফোটা অশ্রু ,একবুক চাপা কান্না আর একটি হা হুতাস?
আজ বড্ড বেশি ক্লান্ত আমি তোমার স্রিতির ভারে
আমার ব্যথাতুর রিদয় চৌচির মরু ভুমি
যেখানে সপ্নের জগতে রোজই বৈশাখী ঝরের আনাগনা
পার ভাংগা নদীর মত সহসাই ভেংগে পরে বাস্তবতার দেয়াল
তোমার স্রিতির নদী বহে নিরবধি আমার বুকের উপর
যেখানে রোজ রোজ দু'বেলা সাঁতার কাটে খেয়ালী একজোড়া বুনো হাঁস
আর আমি অবাক চোঁখে দেখি ধংসের লীলা
আমার প্রেমের ফসিল শুধু আগামীর ইতিহাস
তার পরেও যদি জানতে চাও কেমন আছি
কিংবা কি পেয়েছি
নিঃসংকোচে বলিব আমার সকল প্রাপ্তি তুমিই.................................।