# #
নিসঙ্গ নিসর্গের মোহে ডানামেলে
চিল এক ; আকাশের নীলে
হয়তো নিসীমে টানে আকাশের বুক
আকাশের বুক কি কবিতার মতই বিশাল !


কবিতার আকাশ গহীনে গভীর –
শতাব্দীর পীঠে ওড়ে নীলপ্রজাপতি
নিসঙ্গ নিসর্গ আজ একাকার-
ডানামেলা চিলে ও গগনে ।


হায় চিল, ডানামেলা চিল-
তোমায় টেনেছে কী আকাশের নীল !
আমার মতই যদি চাও প্রেম সুখ
নিসঙ্গ নিসীমে খুঁজো প্রেয়সীর মুখ ।


আমার প্রেয়সী আর সোনামুখো ধান-
ঢেঁকিশাক , অনাদরে পড়ে থাকা
শিশিরের কণা-
নিসঙ্গ নিসর্গে হোক কবিতারা বোনা ।