কী নাম দেব যদি উড়ে যায় ঘুম
যাপিত জীবনের খড়কুটে স্মৃতি ,
মেঘের সাথে কেন এতো সখ্যতা মেয়েটির ?
প্রণীত শব্দের ঘুঁটে কুড়োনি না বলা কথাটুকু ;
আর ঐ হাসিটুকু বর্ণহীন অতল গভীরে !


নক্ষত্র স্বপ্ন উড়ে , খিড়কির ইষৎ ফাঁক গলে-গলে
কর্ষিত অপাঙতেয় শব্দ ভূবনে এক নিরব দর্শক
সুগোল শৈল্পিক ক্যানভাস ঘুমের চত্বরে হাঁটে-
হেঁটে যায় ক্ষমাহীন অক্ষম কবির মানস ।


খসে পড়ে নিসর্গ ,উল্লোসিত নিক্ষিপ্ত পঙক্তির মসৃণ দেহ
কবি ও কবিতারা যুগলবন্ধি হয়-সমতল- ভূতলে;
ভেসে যায়-যায় ভেসে অক্ষম কবি,
যেন অজানা সুখের মোহে মথিত হয়-
কোন এক নিরুপমার বাসরীয় ভূষণ-বসন ।


ভিজে যায় চাঁদমুখ-ভাগ্য নক্ষত্র,নিয়তির-
নিকোষিত কাচের শরীর ,
কামুক প্রকৃতি , শব্দের টুপটুপ বৃষ্টি
অপ্রকাশে নির্বাক নিয়তি আপন ।