সময় দৌড়াচ্ছে বখতিয়ারের ঘোড়ার মত
নক্ষত্র দৌড়াচ্ছে দৌড়াক শুষ্ক পৃথিবীর মরুময় মানচিত্রে
রোদের কুন্ডলী চুর্ণ বিচুর্ণ করে আমার বিকেল
ক্লেদের হৃদপিন্ডে হাতুরী পেটায় সভ্যতার অর্জন!
বাঁকা মুখো উটের মত এমনি এক সময়ের আঙ্গীনায় আমরা
অনাগত প্রজাপতি ভগ্নডানায় করে ছটফট
নারকেলের উঁচু ডালে ভেংগে খান খান বাবুইয়ের ঘরবসতি !
পাললিক মৃত্তিকা সবুজ শ্যামল বন
কাকের চোঁখের মত পবিত্র পানির টলটলে বুক
শুষ্ক সাহারা মরুভুমির মত কেঁদে ওঠে নদী-
তিস্তা ধরলা পদ্মা যমুনা মধুমতি গড়াই
বেহেশতের সুদৃশ্য সাজানো আম্র কাণন
হলদে পাখিরমত সরষের ক্ষেত
ছায়াহীন মরুপথ পৃথিবী ও মাঠ
পলিথিনে ভুইচাপা বাংগালীর আমিত্ব
রুপোলী ইলিশ মরে বন্ধুত্বের রোষানলে
সহস্র নটিক্যাল সমুদ্র বিজয় করে বিদ্রুপ
ফারাক্কার বিষবাস্পে মলিন বরেন্দ্রর সবুজাভ মুখ
তালপট্টি বেরুবাড়ী মায়াবী চোঁখে চায়
যেন নিষ্ঠুর করাতে কাটে হরিত বনভুমি
তপ্তলাভার বুকে কাটে আমার বিকেল
তবুও তো আছি বেশ হাইব্রীড জীবন ।